বঙ্গবন্ধু সেতুর পূর্ব ও পশ্চিম টোল প্লাজায় ১টি করে ফাস্ট ট্যাক ETC (Electronic Toll Collection) লেন চালু করা হচ্ছে। ফাস্ট ট্যাক লেন ব্যবহার করে টোলপ্লাজায় স্বয়ংক্রিয়ভাবে ভাবে গাড়ী পারাপার করা সম্ভব। ডাচ-বাংলা ব্যাংক লিঃ এর নেক্সাসপে অথবা রকেট একাউন্ট এর টোল কার্ড ব্যবহার করে উক্ত সুবিধাটি উপভোগ করা যাবে। সুবিধাটি পেতে গাড়ীর নম্বরটি টোল কার্ডের সাথে ডাচবাংলা ব্যাংক এর যেকোন শাখা, ফাস্ট ট্যাক বা নেক্সাসপে থেকে রেজিস্টেশন করে টোল কার্ডের প্রয়োজনীয় ব্যালেন্স নিশ্চিত করা যাবে। আর সহজেই আপনার গাড়িতে বিদ্যমান সচল ও কার্যকর আর এফ আই ডি ট্যাগের মাধ্যমে টোল প্রদান করা যাবে। নগদ টাকা প্রদানের জন্য আপনাকে টোল প্লাজায় এক মুহূর্তও অপেক্ষা করতে হবে না। অগ্রাধীকার ভিত্তিতে বাধাহীন ভাবে ফাস্ট ট্যাক লেন ব্যবহার করে টোল প্লাজা অতিক্রম করতে পারবেন।